| শনিবার, ০৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে তাকে রংপুর কারাগারে পাঠানো হয়।
২৫ অক্টোবর তার জামিনের আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন আইনজীবী। রোববার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, রোববার বিকেলে মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে নেয়া হয়েছে। আদালতের নির্দেশে কারাগারে তাকে প্রথম শ্রেণির ডিভিশন দেয়া হয়েছে। রোববার সকালে তাকে আদালতে হাজির করা হবে।
Posted ২৩:১৭ | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain