| বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
হাতে মাত্র আর ১৫ দিন, তারপরইে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে ১৪ ও ১৫ নভেম্বর দু-দিন কন্নড় ও সিন্ধি পাঞ্জাবী মতে অর্থাৎ, দুই রীতি মেনে সাতপাকে বাঁধা পড়বেন তারা। তবে আপাতত গত দু’দিন ধরে দীপিকা পাডুকোন শ্রীলঙ্কায় রয়েছেন। কিন্তু সেখানে কি করছেন তিনি? আসলে উপলক্ষটা ফুপাতো বোনের বিয়ে। বলা ভালো নিজের বিয়ের আগে অভিজ্ঞতা সংগ্রহ করে নিচ্ছেন এ নায়িকা। তারই সঙ্গে নিজেও প্রস্তুত হচ্ছেন মানসিকভাবে। ফুপাতো বোনের বিয়েতে নিজের পরিবারের সঙ্গেই দীপিকাকে শ্রীলঙ্কায় দেখা গেছে। সেখানে সাদা পোশাকে অন্যান্য সময়ের মতোই ভীষণ গর্জিয়াস দেখাচ্ছিল হবু রণবীর ঘরণীকে।
অন্যদিকে রণবীর শুটিং শেষ করে ১০ নভেম্বর ইতালি উড়ে যাবেন নিজের পরিবারের সঙ্গে। দীপিকাও তার পরিবারের সঙ্গে ওইদিনই ইতালি উড়ে যাবেন। বিয়ে থেকে মধুচন্দ্রিমা পর্যন্ত তিন সপ্তাহের ছুটি নিয়েছেন রণবীর। অন্যদিকে ‘পদ্মাবত’-এর পর থেকেই কোনও ছবির শুটিং শুরু করেননি দীপিকা। বিয়ে ও রিসেপশন সবকিছুর পরই তিনি নতুন ছবির কাজ শুরু করবেন। মানবজমিন
Posted ১৩:১৩ | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain