| বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাঁধ নির্মাণ করায় নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামানসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ নভেম্বর হাজির হয়ে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানিতে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নরসিংদীর পৌর মেয়র ছাড়া অপর দুজন হলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও পৌরসভার প্রকৌশলী।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইউসুফ খান রাজিব। সঙ্গে ছিলেন আইনজীবী আদনান সরকার। আদনান জানান, শহরের পুরনো লঞ্চঘাটের দত্তপাড়া এলাকায় বাঁধের ওপর রাস্তা নির্মাণ করতে গিয়ে পাশে থাকা বাড়ি-ঘর ভেঙ্গে ফেলায় আব্দুল হক, শাহাদাৎ হোসেন মন্টু ও বেলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন গত বছর রিট করেন।
রিটের শুনানি করে ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তারপরও কাজ অব্যাহত রাখা হলে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। শুনানি শেষে আদালত গত ৭ আগস্ট তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাঁধের ওপর রাস্তা নির্মাণ কাজ অব্যাহত রাখায় তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। এরপরও নির্মাণ কাজ অব্যাহত রাখেন মেয়র। বুধবার এ সংক্রান্ত রুল শুনানিতে বিষয়টি আদালতের নজরে আনা হয়। পরে শুনানিতে মেয়রসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট।
Posted ২২:৪১ | বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain