
| বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
লন্ডন, ১২ সেপ্টেম্বর ঃ কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। মানব বন্ধনে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা।
মানব বন্ধনে যুক্তরাজ্য বিএনপির নেতারা বলেন, বেগম জিয়া ও বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, সেই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান যুক্তরাজ্য বিএনপি’র নেতারা।
বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জনসমাগম যেন রূপ নেয় জনসভায়। ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেয়াকর্মী ও সমর্থকরা যোগ দেন এ কর্মসূচিতে। এ সময় দলীয় চেয়ারপার্সনের সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে শ্লোগান দেয় কর্মী-সমর্থকরা।
জনাকীর্ণ এ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সেক্রেটারী কয়সর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সদস্য মিসবাউজ্জামান সোহেল, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফ উল্লাহ, মো: মাহবুবুল আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান ও মোঃ আববাস উল্লাহ, মোহাম্মাদ সাদেকুর রহমান, জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ আব্দুস সামাদ, মোহাম্মদ আব্দুল গনি, আনোয়ার পারভেজ তালুকদার, মোঃ শারিয়ার কবির ওরফে রাসেল শারিয়ার, জুল আফরোজ মজুমদার, মোঃ সাকোয়াত হোসেন , এস এম ওমর পারভেজ, মোঃ মহিন উদ্দিন, মীর জুবায়ের আহাম্মেদ, লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি মোঃ শাহাদত হোসাইন, লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ রাসেল মাহমুদ, সাসেক্স বিএনপি‘র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল ওয়াদুদ , পারভেজ আহমেদ রাকিব, মোঃ কবির উদ্দিন, মোঃ বেলাল হোসাইন পাশা, মোহাম্মদ শাহনেওয়াজ, আহমেদ শাকিল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু নোমান, মোহাম্মেদ আরিফ হোসাইন, রাজু আহমেদ, রুবেল আহমেদ, সাবেক শিবির নেতা নাওশিন মোস্তারী মিয়া সাহেব, রাসেল হোসাইন, মাছউদুল হাসান, মাহমুদ উল্লাহ হান্নান, মোঃ সেলিম রেজা , ওমর ফারুক, জাকির হোসেন, খুলনা জেলা বিএনপি‘র সমাজকল্যান বিষয়ক সম্পাদক মঞ্জুর হাসান, আব্দুল আলী, মির্জা সুজন মিয়া, মনির উদ্দিন, আরিফ মঈনুল হোসাইন, বোরহান আহমেদ, মোঃ মাকসুদুর রহমান, শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, মারুফ হোসাইন, মোঃ মিলন, দেলোয়ার হোসাইন, মোঃ মুহিবুর রহমান মাখন, ইস্ট লন্ডন বিএনপি নেতা মোঃ নূরে আলম সোহেল, মোঃ হাসনাইন, আসিফ উল ইসলাম, কবি কাওসার, মোঃ তানজিল ইসলাম, আল নাহিয়ান বিন মুরাদ, মোহাম্মদ রিফাত মাহমুদ ভূঁইয়া, ছাত্রনেতা মোঃ মাকসুদুর রহমান, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাইদুল আলম রিয়াদ, সাবেক শিবির নেতা মোহাম্মদ আলা উদ্দিন, আলামিন, মোঃ সুয়াইবুর রহমান, মোঃ শাকিল মিনহাজ, ছাত্রশিবির নেতা এস এম মাহবুবুর রহমান প্রমূখ।
এম এ মালেক বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
কয়সর এম এ আহমেদ বলেন, সংসদ ভেঙে আগামী নির্বাচন করতে হবে। সারা বিশ্ব সবার অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, হতে দেয়া হবে না। গ্রহণযোগ্য নির্বাচন চাইলে অবশ্যই বেগম জিয়াকে মুক্ত করে দিতে হবে।
এানব বন্ধনে যুক্তরাজ্য বিএনপির নেতারা বলেন, এই সরকারকে চলে যেতে হবে। তাদের দিন শেষ হয়ে এসেছে। আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশনেত্রী কারাগারে থাকলে এ দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশনেত্রীকে আগে মুক্তি দিলে বোঝা যাবে সরকার সুষ্ঠু নির্বাচন চায়।
বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে টালবাহানা হলে জাতীয় ঐক্য গড়ে তা আদায় করা হবে বলেও মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা।
Posted ১৩:১৫ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub