| বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল পরবর্তী শুনানি ৭ অক্টোবর । বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এই মামলায় খালেদার জামিনের মেয়াদ ৮ অক্টোবর (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ওই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর ১২ জুলাই এই বেঞ্চে শুনানি শুরু হয়। ১৩ আগস্ট ১৫তম দিনের শুনানি নিয়ে আদালত ২ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এরপর গতকাল ও আজ শুনানি গ্রহণ করেন আদালত। মাঝে ১৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি চলে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
Posted ১৫:২৮ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain