| মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
প্রায় সাড়ে তিন বছর বিচারকাজ চলার পর ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী শুক্রবার ঘোষণা করা হবে।
শুক্রবার ভারতের শিলংয়ের একটি আদালত এ রায় ঘোষণা করবেন। এ বছরের ১৩ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।
এরআগে ২০১৫ সালের ১১ মে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ।
উল্লেখ্য, ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহউদ্দিন। পরে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সালে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ১৫:৪৬ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain