| শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
পুরাতন কেন্দ্রীয় কারাগারে বসানো অস্থায়ী আদালত চ্যালেঞ্জ করে রিট হচ্ছে শিগগিরই। বিএনপির পক্ষ থেকে ওই আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হবে বলে জানা গেছে। বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন। তবে কবে নাগাদ এ রিট দায়ের হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই আইনজীবী।
এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষকে অস্থায়ী আদালত ঘোষণা করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারের জন্য জারি করা প্রজ্ঞাপন বাতিল করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ৫ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
এ বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ প্রজ্ঞাপন আইন ও সংবিধান পরিপন্থি। তাই ৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানানো হয়েছে। অন্যথায় সরকারের ওই আদেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১৬:৪২ | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain