| মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
অভিনব উপায়ে ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন বলিউড তারকা শিল্পা শেঠি কুন্দ্রা। আমাজন প্রাইম অরিজিনালের ‘হিয়ার মি, লাভ মি’ শোর মাধ্যমে শিল্পার এই দুনিয়ায় অভিষেক হয়েছে। এই বলিউড সুন্দরী ১০০ হার্ট শেপের বেলুন উড়িয়ে ডিজিটাল দুনিয়ায় এই শোকে স্বাগত জানান। তবে এই ১০০ বেলুনের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য।
ডিজিটাল দুনিয়ার এই শো প্রকাশ্যে আনা শুধু অভিনব ছিল না, শিল্পার ‘হিয়ার মি, লাভ মি’ শোর ভাবনাও অন্য রকম। এই শোর মাধ্যমে ভার্চ্যুয়াল ডেটিংয়ের অন্ধকার দিক দেখানো হবে। এ প্রজন্ম হামেশাই এই রঙিন দুনিয়ার হাতছানির শিকার। শিল্পার এই শোর মাধ্যমে ভার্চ্যুয়াল ডেটিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরা হবে। আর এটি এমনই শো, যা এই প্রজন্মের তরুণ-তরুণীদের দেখা উচিত।
‘হিয়ার মি, লাভ মি’ শো ১০০টি বেলুন উড়িয়ে লঞ্চ করেন শিল্পা শেঠি। এর মধ্যে একটি বেলুনের মধ্যে লুকিয়ে ছিল ডিজিটাল এই শোর একটি অভিনব লোগো। আর তার সঙ্গে ছিল একটি হার্ট শেপের ক্যামেরা। ডিজিটাল দুনিয়ায় প্রথম পা রাখার পাশাপাশি শিল্পাকে প্রথম কিউপিডের ভূমিকায় দেখা যাবে। তাই এই শোর সঙ্গে অনেক চমক লুকিয়ে আছে। আর শিল্পা খুবই উৎসাহিত তাঁর এই নতুন ভূমিকা নিয়ে।
‘হিয়ার মি, লাভ মি’ শো শিগগিরই আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। প্রথম আলো
Posted ১৪:১১ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain