| সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
বিশাল ভরদ্বাজের ছবি ‘পটাকা’-তে মালাইকা আরোরার ‘হ্যলো হ্যালো’-আইটেম ডান্স সারা ফেলে দিয়েছে। অনেক দিন পরে এই বলিউড ডিভাকে আবারও দেখা গেল বড় পর্দায় আইটেম ডান্সে।
এক গ্রামীণ মেলা পটভূমিতে শুট করা হয়েছে এই নাচের দৃশ্য। সেখানে তিনি দেখিয়েছেন তার জাদু। মালাইকা অরোরা সুপার মডেল হলেও অনেক বেশি পরিচিত আইটেম ডান্সার হিসেবে। একের পর এক সুপারহিট আইটেম ডান্স উপহার দিয়েছেন তিনি বলিউডকে।
২০১৫ সালে ‘ডোলি কি ডোলি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। বার ‘পটাকা’র অপেক্ষা। ইতোমধ্যেই সে ছবির নাচের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা।
এ প্রসঙ্গে মালাইকা বলেন, আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভালো লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দুটোই আমার ভালো লেগেছে।
গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা নেচেছেন গানটিতে। আর এই গানটি এরই মধ্যে নজর কেড়েছে। কেউ কেউ মনে করছেন এই ছবির মাধ্যমে অনেকদিন আলোচনায় এসেছেন মালাইকা। সিনেমাটি হিট করবে বক্স অফিসে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি।
Posted ১৫:২৮ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain