
| শনিবার, ২৫ আগস্ট ২০১৮ | প্রিন্ট
স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের উদ্ভাবক গুগলের বিরুদ্ধে এবার গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয়ার নেয়ার অভিযোগ উঠলো।
অভিযোগটি করেছে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, গুগল গ্রাহকদের লোকেশন লক্ষ্য করে চলেছে। লোকেশন পরিষেবা বন্ধ করা খাকলেও তাতে ফারাক হচ্ছে না। সব তথ্য চলে যাচ্ছে গুগলের হাতে।
এই প্রতিবেদন সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে তথ্য সংগ্রহ করার অন্য পন্থাও রয়েছে গুগলের কাছে। যা অনেক সময়ই মোবাইল ফোন গ্রাহকের নজর এড়িয়ে যায়।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় দাবি করেছে, আইওএসের চেয়ে দশ গুণ বেশি তথ্য গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে চলেছে অ্যানড্রয়েড ফোনগুলো। অনেক সময় গ্রাহকের অজান্তেই গুগল তথ্য হাতিয়ে নিচ্ছে। অ্যানড্রয়েড ফোনের ক্রোম, অ্যাপ সার্চ যেমন ইউটিউব, ম্যাপস, বা পাবলিশার্স টুল যেমন গুগল অ্যানালিটিক্স বা অ্যাড সেন্স থেকে গুগল গ্রাহক সম্পর্কে তথ্য সংগ্রহ করে চলেছে।
যদিও গুগল এই সমীক্ষা মানতে চায়নি। বিকৃত তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে। তবে গবেষকরা দেখেছেন, অ্যানড্রয়েড ফোনে গুগল ক্রোম অ্যাক্টিভ থাকলে ২৪ ঘণ্টায় ফোনটি ৩৪০ বার গুগলে তথ্য সরবরাহ করে। যা আইওএস ফোনের চেয়ে বহুগুণ বেশি। ফলে অ্যানড্রয়েড ফোন ব্যবহার করা গ্রাহকদের নানা তথ্য এভাবেই গুগল হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
Posted ১৫:১৪ | শনিবার, ২৫ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain