| মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | প্রিন্ট
হাসি-কান্না বা কোন অ্যাকশন-ক্লাইমেক্স দৃশ্য নয়, এবার তাকে দেখা যাবে আড্ডা দিতে। যাকে বড় পর্দায় দেখে অভ্যস্ত দর্শকরা তাকে এবার দেখা যাবে ছোট পর্দার একটি অনুষ্ঠানে।
বলছি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির কথা। এসএ টিভিতে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে পরীর এই অনুষ্ঠানটি। যেখানে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রীর ৬ নায়ককে। তারা হলেন; জায়েদ খান, সাইমন সাদিক, ডিএ তায়েব, রোশান, অারজু এবং ইয়াশ রোহান। ৬ নায়ককে নিয়েই ৬টি পর্ব সাজানো হয়েছে।
পরীমণি বলেন, এই ধরনের প্রোগ্রামে বরাবর অতিথি হিসেবে গিয়েছি। এবার অতিথি নয় বরং
অতিথিদের সাথে আড্ডা এবং খুনসুটি করেছি। তাও কিনা আমার সহশিল্পীদের সঙ্গে। তাই বিষয়টি সত্যিই ব্যতিক্রমী এবং অনন্দের।
বিডি প্রতিদিন
Posted ১২:১৪ | মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain