| সোমবার, ২০ আগস্ট ২০১৮ | প্রিন্ট
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি সেন্সরে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। রবিবার সন্ধ্যায় আনকাট ছাড়পত্র পাওয়া এ ছবিটি কোরবানির ঈদে বড় পর্দায় মুক্তি পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, রবিবার দুপুরের পর ‘ক্যাপ্টেন খান’ ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড।
শাপলা মিডিয়া থেকে জানা যায়, এখন পর্যন্ত ১০০টির বেশি সিনেমা হল নিশ্চিত করেছে। আশা করছি ২০০ এর বেশি হলে চলবে ‘ক্যাপ্টেন খান’। সেভাবেই হল বুকিং চলছে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান।
এদিকে, একই দিনে ‘ক্যাপ্টেন খান’-এর পাশাপাশি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি পেয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ঈদের অপর ছবি ‘মনে রেখো’। ছবিটিতে জুটি বেঁধেছে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি। মাহি-বনি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ।
বিডি প্রতিদিন
Posted ১২:৩২ | সোমবার, ২০ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain