শুক্রবার ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানির পশুর চামড়া কিনতে চার ব্যাংক ঋণ দেবে ৭০০ কোটি টাকা

  |   রবিবার, ১৯ আগস্ট ২০১৮ | প্রিন্ট

কোরবানির পশুর চামড়া কিনতে চার ব্যাংক ঋণ দেবে ৭০০ কোটি টাকা

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংক এ বছর ট্যানারি মালিকদের ঋণ দেবে প্রায় ৭০০ কোটি টাকা। গত বছর ব্যাংকগুলো বিনিয়োগ করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা। বিতরণকৃত ঋণের পুরোটা আদায় না হওয়ায় বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে না বলে জানিয়েছে ব্যাংকগুলো।

জানা গেছে, এ বছর সোনালী ব্যাংক ৭০ কোটি টাকা, জনতা ব্যাংক এবছর কত টাকা ঋণ দেবে এখনো নির্ধারণ করেনি। তবে আনুমানিক ২শ’ কোটি টাকার মধ্যে হতে পারে , অগ্রণী ১৪৬ কোটি ও রূপালী ব্যাংক ১৭০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। তবে যেসব ট্যানারি মালিক গত বছরের সব টাকা পরিশোধ করেছেন তাদেরকে চাহিদামত ঋণ দেওয়া হবে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, গত বছরের মতো এবারো আমরা ৭০ কোটি টাকার ঋণ দেবো। তিনি বলেন, গত বছরের মতো এবারো আমরা তিনটি কোম্পানিকে ঋণ দিবো।

গতবছরও একই পরিমাণ টাকা বিতরণ করেছিল ব্যাংকটি। এ ব্যাপারে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা আতাউর রহমান প্রধান বলেন, গত বছর আমরা ১৩৫ কোটি টাকা ঋণ দিয়েছিলাম। এবার আমরা ৩৫ কোটি টাকা বাড়িয়ে আমরা ১৭০ কোটি টাকার ঋণ দেবো।

জানা গেছে, এ বছর অগ্রণী ব্যাংক চামড়া কিনতে ১৪৬ কোটি টাকা বিতরণ করবে। গত বছর বিতরণ করেছিল ১২০ কোটি টাকা।

চামড়া কিনতে জনতা ব্যাংক এ বছর কতো টাকা ঋণ দেবে এখনো নির্ধারণ হয়নি। এদিকে কোনো খেলাপি প্রতিষ্ঠান যাতে নতুন করে ঋণ না পায় সেজন্য নজরদারি করছে ব্যাংকগুলো। অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিগত সময়ে যারা ঋণ নিয়ে সময়মতো ফেরত দিয়েছেন তাদেরকে। প্রকৃত ব্যবসায়ীদের ঋণ দিতে গ্রাহককে যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোর।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:০১ | রবিবার, ১৯ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com