| বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার মতিঝিলসহ কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিস থেকে নতুন নোট ছাড়া হয়। রাজধানীর ১৪টি শাখার বিশেষ কাউন্টার থেকেও নগদ বিনিময়ের মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হচ্ছে। ঈদের আগে আগামী ২০ আগস্ট পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, নতুন টাকা সরবরাহে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় বিশেষ কাউন্টার খোলা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখার সোস্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডিতে ব্যাংক এশিয়া, উত্তরায় ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আবদুল গণি রোডে অবস্থিত কর্পোরেট শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরী পাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখায় নতুন নোট পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে প্যাকেট নিতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত একজন ব্যক্তি নতুন টাকা নিতে পারবেন। তবে কাউকে একই মূল্যমানের একটির বেশি প্যাকেট তথা ১০০ পিস নোটের বেশি দেওয়া হবে না। তবে কেউ চাইলে যে কোনো অংকের ধাতব মুদ্রা নিতে পারবেন। একই ব্যক্তি যাতে একই মূল্যমানের একাধিক বান্ডিল নিতে না পারেন, সে জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে টোকেন সংগ্রহ করে নতুন নোট দেওয়া হচ্ছে।
Posted ১৮:২০ | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain