| মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | প্রিন্ট
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দেব-রুক্মিনীর ছবি৷ তাঁদের যেকোনও ছবি ভাইরাল হয় ঠিকই, তবে এবারের কয়েকটি ছবি যেন একটু বেশিই ইন্টারেস্টিং৷ আর এর পেছনে কারণ হল রুক্মিনীর পোশাক৷ ফ্যাশানিস্তা হিসেবে তিনি সুপরিচিত৷ তবে এবারে তাঁর পোশাকে রয়েছে অন্য বার্তা৷ ইনস্টাগ্রামে আপলোড করা কয়েকটি ছবিতে তিনি যে টি-শার্টটি পরে আছেন সেটা দেবের৷ দেব নিজের একটি ছবিতে এই জামাটি পরেছিলেন৷ তাঁদের প্রেম দিন দিন এতটাই গভীর হয়ে উঠছে যে দেবের টি-শার্টেই ঘুরে বেড়াচ্ছেন রুক্মিনী৷
বন্ধুত্বের খোলস ছেড়ে টলিপাড়ার মোস্ট হট কাপল দেব-রুক্মিনী। ব্যক্তিগত ভালোবাসার জায়গা ছেড়ে এখন নায়কের প্রোডাকশনের কাজও দেখেন তিনি। তাইতো দেবের আপকামিং ছবি ‘হইচই আনলিমিটেড’-ছবিতে না থেকেও স্ক্রিপ্ট মিটিং টু শ্যুটিং সব জায়গায় দেখা যায় সুন্দরীকে।
আপাতত নায়িকার হাত ফাঁকা। তাই প্রোডাকশনে হাত পাকাচ্ছেন অভিনেত্রীর। দেবের প্রযোজক সংস্থার আপকাপিং ছবি, ‘হইচই আনলিমিটেড’ এর পর্দার পেছনের কাজ সামলাছেন সুন্দরী। রুক্মিনীকে পাশে নিয়ে ‘কবীর’-এর ট্রেলার মুক্তির দিন দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’। সঙ্গে জানিয়ে দিয়েছিলেন এবার পুজায় বক্সঅফিস তাঁর। তাই শুরু থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রযোজক দেব-রুক্মিনী।
তাঁদের বিয়ের ব্যাপারে কোন না কোনও খবর তো টলিপাড়ার অন্দরে চলছে নয়তো হঠাৎ এমন গুঞ্জন ছড়াবেই বা কেন৷ এই প্রশ্নই তুলছে নেটিজেন৷ সূত্রের খবর, এ বছর শুরুর দিকে চুপিচুপি নাকি বাগদানও সেরে ফেলেছেন এই তারকা-জুটি৷ যেই অনুষ্ঠানে দেব এবং রুক্মিনীর পরিবার ছাড়া কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিলেন মাত্র৷
বিডি প্রতিদিন
Posted ১৩:৪০ | মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain