| বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের (ওরফে শাহেদ করিম ওরফে মোহাম্মাদ শহীদ) অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ ভোরে তাকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার।
তিনি জানান, শিবলীকে গ্রেপ্তারের পর বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারেক শিবলী রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ছিলেন।
এর আগে সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই সিলগালা করা হয়। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব। মামলায় হাসপাতালের মালিকসহ ১৭ জনকে আসামি করা হয়।
Posted ১৪:১০ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain