| সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৭ মার্চ : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে সংযুক্ত আরব আমিরাতকে হারালো নেদারল্যান্ড। ১৮.৫ বল খেলে ৪ উইকেট হারিয়ে নিজেদের টার্গেটে পৌঁছে যায় নেদারল্যান্ড। এর আগে টস জিতে ব্যাটিংএ নেমে নেদারল্যান্ডকে ১৫২ রানের টার্গেট দেয় সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সায়মন আনোয়ার। তিনি ১৯ বল খেলে ১ টি ছয় এবং ৪ টি চারের মাধ্যমে এ রান সংগ্রহ করেন। ২৫ বলে ৪ টি চারের মাধ্যমে ৩১ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে সাঝঘরে ফিরে যান খুররাম খান। ২৮ বলে ২৩ রান করে আউট হন এসপি পাতিল। রোহান মোস্তফা করেন ১৪ বলে ২০ রান। ভি শেটি ১২ বল খেলে ১০ রান করে আউট হন। বাকী কেউ আর দুই অংকের ঘরে তাদের রান নিয়ে যেতে পারেনি। বাকীদের মধ্যে ফাইজান আসিফ ৬ রান, আমজাদ আলী ৫ রান, আমজাদ জাবেদ ২ রান, সিলভা ৩ রান, কামরান সাজাদ শুন্য রান করে আউট হন। এএম গুরুগি ১ রান করে অপরাজিত থাকেন।
নেদারল্যান্ডের পক্ষে বোলিংএ এমএএ জামিল ১৬ রান দিয়ে ৩ টি উইকেট নেন। দুটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কুপার ও ভ্যান ডির গুজটেনকে। এমআর সোয়ার্ট ১ টি উইকেট পান ।
উল্লেখ্য, ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে আয়ারল্যান্ড। ইতিমধ্যে তারা চূড়ান্তপর্বে খেলার দৌঁড়ে একধাপ এগিয়ে রয়েছে। নেদারল্যান্ডস এবং আরব আমিরাতকে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের সঙ্গে বাকি দুটি ম্যাচ খেলতে হবে।
Posted ১৮:১৬ | সোমবার, ১৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin