| সোমবার, ৩১ মার্চ ২০১৪ | প্রিন্ট
৩১ মার্চ: নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের মাধ্যমে গ্রুপ-১ এর শীর্ষস্থান নিয়ে লঙ্কানরা পৌঁছে গেছে সেমিফাইনালে। শ্রীলঙ্কার দেয়া ১২০ রানের টার্গেটে খেলতে নেমে ১৫.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
এর আগে, টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৯.২ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩টি, জিমি নিশাম ২টি ও ম্যাকক্লেনাঘান ২টি উইকেট নেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন মাহেলা জয়াবর্ধনে (২৫)। সোমবার রাতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
আজকের খেলায় যে দল জিতবে সে দলই সেমিফাইনালে খেলবে। এর আগে, এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেলর, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, ট্রেন্ড বোল্ট, কাইল মিলস, মিচেল ম্যাকক্লেনাঘান।
শ্রীলঙ্কা : কৌশলে পেরেরা, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।
Posted ১৮:৪০ | সোমবার, ৩১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin