| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ ,নর্থ স্টাফোর্ড শায়ার শাখা ( স্টক অন ট্রেনট )এর উদ্যোগে , জনাব আব্দুল মতিনের সভাপতিত্বে ও আবু ইউসুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , আলহাজ্ব ইকবাল চৌধুরী ,আবুল কাসেম চৌধুরী ,রইছ আলী ,আমিনুল হক , শামীম আহমেদ ,জি এম চৌধুরী সেলিম , আব্দুল কাদির চৌধুরী , সামছুজ্জামান ফখরু ও সুয়েব আহমদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ ! বক্তারা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু মুজিব কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ভীষণ ২০২১ বাস্তবায়নের সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জনান এবং যুদ্ধাপরাধীদের বিচারের ধারা অব্যাহত রাখার জন্যে শেখ হাসিনার মহাজোট সরকারকে অভিনন্দন জানান !
Posted ২৩:৫১ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin