| বুধবার, ০৪ জুলাই ২০১৮ | প্রিন্ট
৩৮বছরের ইতিহাসে প্রবল বর্ষণে পাকিস্তানের অন্যতম শহর লাহোরের রাস্তা নদীতে রূপ নিয়েছে। এরফলে অন্তত ৬ ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইমারজেন্সি সার্ভিসেস একাডেমির জরুরি উদ্ধার সেবা ১১২২এর মুখপাত্র সাজ্জাদ হুসাইন।
মঙ্গলবার ২৪ঘন্টা বৃষ্টিপাতের পর ২১৪ মিলিমিটার পর্যন্ত পানি পরিমাপ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান মুহাম্মদ রিয়াজ। প্রবল এ বৃষ্টিপাত দুইদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এমন আশঙ্কার কথাও বার্তা সংস্থা রয়টার্সকে জানান তিনি।
হুসাইন জানান, লাহোরে বেশ কয়েকজনকে অসহায় অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। মোটরসাইকেল আরোহীরা জানায়, গন্তব্যস্থলে যেতে যেখানে পাঁচ মিনিট লাগে সেখানে দুই ঘন্টা প্রয়োজন পড়ছে। এক মোটরসাইকেল আরোহী জানান এমন কোনো স্থান নেই যেখানে পানি নেই। রয়টার্স
Posted ১৩:৩৬ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain