| রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
টেস্ট ক্রিকেট ইতিহাসের ২৬তম বোলার হিসেবে ৩০০তম উইকেট শিকার করলেন জহির খান। চলমান জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্যালিসকে আউট করে এই অভিজাত ক্লাবে নাম লেখান তিনি।
২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করেন জহির। এরপর থেকে গত এক যুগ ধরে বলতে গেলে একাই নেতৃত্ব দিয়ে আসছেন ভারতের পেস অ্যাটাকের। অবশেষে ক্যারিয়ারের ৮৯ তম ম্যাচে এসে ৩০০ উইকেট শিকারী অভিজাত ক্লাবের সদস্য হলেন।
তবে জহিরের এ অর্জনের মাহাত্ব্য আরও বেড়ে যায় যখন কেউ শুনবে মাত্রই চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এই মাইলফলক অতিক্রম করলেন এই বাহাতী ভারতীয় পেসার। প্রথম ভারতীয় হিসেবে ৩০০ উইকেট ক্লাবে প্রথম নাম লেখান কপিল দেব, এরপর অনিল কুম্বলে ও হরভজন সিং।
ভারতের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন অনিল কুম্বলে। ১৩২ ম্যাচ খেলে কুম্বলের শিকার ৬১৯ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা কপিল দেবের শিকার ১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট। তিনে অবস্থান করা হরভজনের শিকার ১০১ ম্যাচে ৪১৩ উইকেট।
Posted ২২:৪৩ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin