| বুধবার, ০৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : সম্প্রতি বার্মিংহামের লজেল রোডস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি’র আহবায়ক কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হরমুজ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা । ওয়ালী মুক্তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি ও ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল খালিক ও সফি মিয় আঙ্গুর ।
প্রধান অতিথির বক্তব্যে সুজাতুর রেজা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্র থেকে একঘরে হয়ে পড়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একঘুয়েমির কারনে। সরকার জনগনের কথা চিন্তা না করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুতুল সরকার গঠন করে জনগনের ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে । তিনি বিভিন্ন সমাবেশে সরকারের কর্তাব্যক্তিরা খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জালাল উদ্দিন আহমদ, সমির আলী, রাসেল আহমদ, মজনু মিয়া, রেজাউল ইসলাম বিল্লাহ প্রমুখ ।
Posted ০৭:২৩ | বুধবার, ০৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin