| বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আদেশে স্বাক্ষর করেন মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা।
Posted ২১:২৮ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain