| মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
সম্প্রতি নাহিদ সোমার কন্ঠে ”রংধনু” শিরোনামের গানটি মালায়েশিয়ার প্রায় ৩০ টি লোকেশনে স্যুটিং হয়েছে। এডিটিং এর কাজও শেষ। এখন শুধু প্রতিক্ষা বৈশাখের জন্য। কারণ আসছে ১লা বৈশাখে গানটি প্রায় সকল টেলিভিশন ও ইউটিউবে একযোগে প্রচার করা হবে বলে জানান নাহিদ সোমা। গানটির কথা, সুর ও মডেল নাহিদ সোমা নিজেই। সংগীত করেছেন ফরিদ আহমেদ। চিত্রগ্রহণ মোস্তাক জাহিদ আর সম্পাদনা মনিরুল ইসলাম। ভিডিও ভাবনা ও পরিচালনায় ছিলেন নাট্য নির্মাতা দীপু হাজরা।
গানটি প্রসঙ্গে নাহিদ সোমা বলেন “রংধনু” আমার প্রথম গান যেটি ১লা বৈশাখে দেখা যাবে। আমি খুবই আনন্দি, যা ভাষায় প্রকাশ করতে পারছিনা। কথা, সুর ও ভিডিও নির্মানে আমি বলব অসাধারন একটি কাজ হয়েছে। আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
পরিচালক দীপু হাজরা বলেন, আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি ভালো করতে। গানটির মধ্যে একটি সুন্দর গল্প রয়েছে, সাথে অনেক সুন্দর সুন্দর লোকেশন, সব মিলিয়ে ভালোই হয়েছে আশা করি। পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। কারন তাদের অনেক কষ্টের ফসল গানটি ১লা বৈশাখে আলোর মুখ দেখছে।
Posted ০৮:১২ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain