নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এমন স্বৈরাচার আর ফিরে আসবে না। তিনি উল্লেখ করেছেন, গণতন্ত্র হোঁচট খাওয়ার সময় বিএনপি ও এর নেতারা—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে। তাই বাংলাদেশ সবার, কারো একার নয়। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দেশের সম্পদ নিজেদের মনে করতো এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল।
তিনি আরও বলেন, সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর গুলি চালানো হয়েছে এবং অনেক নেতাকর্মীর উপর নির্যাতন করা হয়েছে। এমন পরিবেশে কেউ থাকতে চায় না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় এবং তারা ভাই-বোনের মতো থাকতে চায়। দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে টুকু ঘাটান্দি ঋষিপাড়া পূজামণ্ডপও পরিদর্শন করেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।
Posted ১৭:৪০ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain