নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ জুন ২০২৪ | প্রিন্ট
ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলের ২ সেনা সদস্য প্রাণ হারিয়েছে।
গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া শহরে অভিযান চালাতে গিয়ে গত শুক্রবার ওই দুই সেনা নিহত হয় বলে রবিবার (৩০ জুন) দ্যা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী শনিবার (২৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা দুই সেনা সদস্যকে হারিয়েছে।
হামাসের হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা হলো- ইয়াইর আভিতান (২০) ও ইয়াকির শ্যামুয়েল তাতেলবাউম (২১)।
এদের মধ্যে ইয়াইর আভিতান প্যারাট্রোপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটেলিয়নের সদস্য এবং ইয়াকির শ্যামুয়েল তাতেলবাউম ৭ম আর্মোরেড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য।
শুক্রবার গাজার শেজাইয়া শহরে পৃথক অভিযানে গিয়ে হামাসের হামলায় ওই দুই ইসরায়েলি সেনা নিহত হয়।
ইসরায়েলি সেনারা গত প্রায় ৯ মাস ধরে হামাসকে নির্মূলের জন্য বিমান হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযান চালিয়ে আসলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থাটিকে তারা টলাতে পারছে না।
Posted ০৯:৪৭ | রবিবার, ৩০ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain