| রবিবার, ০৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মধ্য আমেরিকার দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবারে এক ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাতে ১১ জন নিহত হয়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে যানা যায়, দেশটিতে ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবন ধসে পড়ে।
হাইতির পোর্ট-দে-পাইক্স বন্দরের উত্তর-পশ্চিমে প্রায় ১২.৩ মাইল পর্যন্ত কম্পন অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়।
এদিকে টুইটারের এক পোষ্টে হাইতির পেসিডেন্ট জোভেনের মোস অধিবাসীদের শান্ত থাকার আহবান জানান। সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ভূমিকম্পের কারণে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদপত্র লি নুভেলিস্ট জানান, গ্রোস মোর্ন শহরে যখন মিলনায়তন ধসে পড়ে বহু মানুষ আটকা পরে আছে। পুলিশ সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পোস্ট থেকে জানা যায়, র্পোট-অ-প্রিন্সের ভূমিকম্পে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
উল্লেখ্য, ২০১০ সালে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছাকাছি ৭.০ মাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তখন ক্যারেবিয়ান দেশটিতে কয়েক হাজার মানুষ মারা যায়। রয়র্টাস
Posted ১৪:৪৭ | রবিবার, ০৭ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain