| মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
সম্প্রতি ল্যাটিন আমেরিকার দেশ হাইতির পোর্ট দি পাইক্স বন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। গত ৬ অক্টোবর দেশটিতে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের ফলে ৩শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় দেশগুলোর সিভিল প্রোটেকশন এজেন্সি। শনিবারের এ ৪০ টি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পোর্ট দি পাইক্স বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১১ দশমিক ৭ কিলোমিটার।
এ ভূমিকম্পের ফলে একটি হাসপাতাল ও অডিটোরিয়াম ধসে পড়েছে। এছাড়াও উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে ২০১০ সালে হাইতিতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। তারপর শনিবারের ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী। রয়টার্স
Posted ১২:৪০ | মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain