নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুলাই ২০২৪ | প্রিন্ট
বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের নির্দেশনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। এদিকে হল বন্ধ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে সিন্ডিকেটে।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই হল ত্যাগ শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে সিদ্ধান্ত প্রণয়ন করতে সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে চলছে সিন্ডিকেট সভা।
হল ত্যাগ করা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়া নিয়ে ভয় ও শঙ্কা বিরাজ করছে। এছাড়া ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে এমন চিন্তা করে হল ছাড়ছেন তারা।
এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে কোনো ক্লাসই হয়নি। চলছে অচলাবস্থা। এদিকে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হাতে শিক্ষার্থী নিহত হলো। সব নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই বাড়ি ফিরছি।
Posted ০৭:১৩ | বুধবার, ১৭ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain