| মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | প্রিন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন
বিষয়ক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত।
রায়হান আহমেদ সম্রাট, স্টাফ রিপোর্টার।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত “এ্যাসাইনমেন্ট বিতরণ ও নির্দেশনা” বিষয়ক এক জরুরী ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার সৃজনশীল ও শিক্ষা সংশ্লিষ্ট উদ্ভাবনী মেধার অধিকারী, সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব, মোহাম্মদ রুহুল্লাহ। গত ১৯ জুলাই২০২১ এর ভার্চ্যুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ জেলাকে ৪টি নির্বাচনী এলাকা অনুযায়ী ভাগ করা হয়। সে হিসেবে নবীগঞ্জ-বাহুবল, বনিয়াচং-আজমিরীগঞ্জ, সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ এবং চুনারুঘাট-মাধবপুর__ এভাবে প্রত্যেক এলাকার জন্য পৃথকভাবে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি উপজেলার উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজাইর, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, a2i এ্যাম্বাসেডরগণ শতস্ফূর্তভাবে সভা অংশগ্রহণ করেন। সভায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এ্যাসাইনমেন্ট বিতরণ ও নির্দেশিকা মোতাবেক সঠিকভাবে এ্যাসাইনমেন্ট মূল্যায়ন, বিতরণ ও গ্রহণ এবং এ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনাবলী সঠিকভাবে প্রতিপালন ও বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়ে বক্তাগণ বিশদ আলোচনা ও পর্যালোচনা করেন। সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মহোদয় অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন বিষয়ে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ্যসাইনমেন্ট এর মত গুরুত্বপূর্ণ কাজে কোনো শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো ধরণের ক্ষতির সম্মুখিন যেন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি ঔদ্ধত্য আহ্বান জানান। অ্যাসাইনমেন্ট এর ক্ষেত্রে কভার পৃষ্ঠা যথাযথ ভাবে পূরণ, শিক্ষার্থীদের শতভাগ অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহণের বিষয়টিও গুরুত্বের সাথে উত্থান করেন।
পরে তিনি সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১৮:২৪ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed