| বৃহস্পতিবার, ০১ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : গত ৩০শে এপ্রিল খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার উদ্যোগে পুলিশি নির্মম অত্যাচারে নিহত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ঢাকা জেলা শাখার সভাপতি শহীদ সাইফুল ইসলাম স্মরণে এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদের পরিচালনায় দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর মাওলানা আবদুল কাদির সালেহ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল করিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক নির্বাহী সদস্য আবদুল করিম ওবায়েদ, সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ইয়থ মজলিস ইউকের সাবেক সভাপতি হাফিজ মোস্তাক আহমদ, সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারী সাঈদুর রহমান সাঈদ, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রশিক্ষন সম্পাদক মাওলানা আনিসুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শহীদ সাইফুল ইসলামকে আল্লাহর পথে একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে আখ্যায়িত করে বলেন, ব্যক্তিগত এবং সাংগঠনিক জীবনে শহীদ সাইফুল ছিলেন একজন অমায়িক, নিষ্ঠাবান ও নিবেদিক প্রাণ। খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েমের স্বপ্ন বাস্তবায়নই ছিল তার জীবনের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, সরকার আজ হত্যা, গুম ও খুনের রাজনীতি শুরু করেছে। অপপ্রচার, হত্যা, ও গুম চালিয়ে ইসলামী আন্দোলনকে থামানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সরকারকে ইতিহাস দেখা উচিত, ইসলামের প্রকাশ্য শত্রু ইহুদীদের হত্যা, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন থামাতে পারেনি ভবিষ্যতেও পারবে না। তাই হত্যা গুম বন্ধ করে দেশের তাওহীদি জনতাকে শান্তিতে থাকতে দিন।
সভায় নাসিদ উপস্থাপনা করেন ছাত্রমজলিসের সাবেক সদস্য মাওলানা হুমায়ুন রশীদ রাজী, ও দোয়া পরিচালনা করেন হাফিজ আশরাফ চৌধুরী। সভায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও জান্নাতের উচ্চ মর্যাদাদানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং একমাত্র তাঁর সন্তানহারা শোকাতুর পিতা মাতাকে সবর ও ধৈর্য ধারণের তাওফীক কামনা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Posted ১২:৫৯ | বৃহস্পতিবার, ০১ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin