সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটসের আলোচনা সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ২৮ মার্চ ২০১৪ | প্রিন্ট

Khelafat majlish tower hamlet

তাজুল ইসলাম, লন্ডন :  বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা গত ২৬ শে মার্চ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি হাফিজ মনঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক আবু সুফিয়ান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ সাধারণ সম্পাদক  আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মুফতি ছালেহ আহমদ, প্রচার সম্পাদক খতিব মাওলানা তাজুল ইসলাম, বিএনপি নেতা মাষ্টার আমীর উদ্দিন, কমিউনিটি নেতা নূর বক্স, ব্যরিষ্টার মুজিবুর রহমান, যুক্তরাজ্যের বায়তুল মাল সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ, লন্ডন মহানগরী সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, টাওয়ার হ্যামলেটের সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান, হাফিজ আখলাকুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন যে লক্ষ্য ও উদ্যেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে ছিল তা আজ পর্যন্ত অর্জন হয় নি, গণতান্ত্রিক, রাজনৈতিক সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণকে আজও লড়াই করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা কে ভুলন্ঠিত করছে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল জালেম অপশক্তির বিরুদ্ধে মজলুম জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজ আবারও সময় হয়েছে রাজনৈতিক নিপিড়ন, অর্থনৈতিক শোষন, সামাজিক বৈশম্যসহ সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার। পরিশেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫৮ | শুক্রবার, ২৮ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com