| শুক্রবার, ২৫ মার্চ ২০১১ | প্রিন্ট
চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নেতৃত্বহীন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।এখন তার অবদানকে অস্বীকার করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতা ঘোষণার স্মৃতির ধারক চট্টগ্রাম থেকেই সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন শুরু হবে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, দস্তগীর চৌধুরী, ডা. এস এম সাইফুল আলম, মাজহারুল ইসলাম দোলন, মুক্তিযোদ্ধা দলের নেতা সানোয়ার আলী সানু, গিয়াস উদ্দিন মৃধা, ছাত্রদল নেতা আহমেদুল আলম চৌধুরী রাসেল, মোশাররফ হোসেন দিপ্তী প্রমুখ। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার নগর বিএনপি ব্যাপক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে রাঙ্গুনিয়ায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম মাঝারে পুস্পস-বক অর্পন ও ফাতেহা পাঠ, নগরীতে র্যালী ও আলোচনা সভা।
Posted ২২:২৫ | শুক্রবার, ২৫ মার্চ ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin