রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তিতে বাংলাদেশ সাকিব-মুশফিক ঝলকে

  |   শুক্রবার, ১৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

bd team

ক্রীড়া প্রতিবেদক : তাদের ওপরই আস্থা সমর্থকদের বড় অংশের। ক্রিকেটে বাংলাদেশের সব বড় অর্জনে তারা দুইজন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রচণ্ড চাপ মাথায় নিয়ে গতকাল ফতুল্লা স্টেডিয়ামে আরো একবার ওই পুরনো চিত্রনাট্যের নতুন মঞ্চায়ন করেন তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহীম। তাদের দুইজনের ব্যক্তিগত নৈপুণ্যে ভর দিয়ে পাহাড়সম চাপে থাকা বাংলাদেশ সাফল্য দিয়ে সমাপ্ত করল আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। সাকিব-মুশফিকের টি-২০ স্টাইলের দুরন্ত ব্যাটিংয়ে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। তারা ৪৪ রানে হারিয়ে দিলো প্রায় সমমানের দল আয়ারল্যান্ডকে।

ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং মুহূর্তে চমৎকার পার্টনারশিপ গড়ে সব দুশ্চিন্তার অবসান ঘটান সাকিব ও মুশফিক। উইকেটের চার দিকেই বাহারি সব শট খেলে বেদনার সাগরে ফেলে দেন আইরিশ বোলারদের। ৫৯ বলে তারা দুইজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১১৬ রান।  দুইজনই দেখা পান অর্ধশতকের এবং শতরানের জুটি গড়ে অপরাজিত থেকে গেলেন। ৩২ বলে ৫৮ রান করেন সাকিব। সাতটি চার ও একটি ছক্কায় সাজান ইনিংস। তার চেয়ে একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন মুশফিক। ৩০ বলে আটটি চার ও দু’টি ছক্কা মেরে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থেকে যান বাংলাদেশ অধিনায়ক। এই দুই তারকা ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংয়ের পর বল হাতে বাংলাদেশের বোলাররা বেরিয়ে এলেন খোলস ছেড়ে। নতুন বলে মাশরাফির নিখুঁত লাইন-লেংথের দাপটে উইকেটে দাঁড়াতেই পারেনি আইরিশ টপ অর্ডার। পরে বল হাতেও সাকিবের কারিশমা। ফলে আইরিশরাও পেরে ওঠেনি টাইগারদের সাথে। জয়ের জন্য ১৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভারে খেলে ৮ উইকেট হারিয়ে দলটি ১৩৫ রানের বেশি করতে পারেনি।

আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড সর্বোচ্চ ৪৪ রান করেন। চারটি চার হাঁকান তিনি ৪৪ বলের ইনিংসে। দলটির লোয়ার অর্ডার ব্যাটসম্যান স্টুয়ার্ট টমসন ম্যাচের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে কিছুটা হলেও চাপের মধ্যে ফেলেন স্বাগতিক বোলারেরা। অবশ্য তার ১৯ বলে ৩৫ রানের পরও জয় থেকে অনেক দূরে থেকেই মাঠ ছাড়ল আয়ারল্যান্ড। মাশরাফি ও সাকিব নেন দু’টি করে উইকেট। তরুণ পেসার আল-আমিনও দারুণ বোলিং করেন। তিন ওভারে ১১ রান দিয়ে তিনি নেন ১ উইকেট। বোলারদের চমৎকার এই নৈপুণ্যের সুযোগ ম্যাচের শুরুতে ঝুঁকির মুখে পড়েছিল ব্যাটসম্যানদের ব্যর্থতায়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৯ রানে আউট হন এনামুল। দ্বিতীয় উইকেটে তামিম-সাব্বিরের ৪৮ রানের জুটিও টেনশনমুক্ত করতে পারেনি টাইগারদের। কারণ ততক্ষণে খেলা শেষ ৯ দশমিক ১ ওভারে। এর ওপর পরবর্তী ছয় বল না যেতেই আউট হলেন উইকেটে সেট সাব্বির। লঙ্কার বিপক্ষে ভরাডুবি ও এশিয়া কাপের ব্যর্থতার চাপ তখন পুরোপুরিই ভর করল বাংলাদেশের ড্রেসিং রুমে। এবং অজানা শঙ্কাও দানা বেঁধে উঠল অনেকের হৃদয়ের গহিনে। তবে সাকিব ও মুশফিকের দৃঢ়তায় স্বস্তির সাথেই সমাপ্ত হয় বাংলাদেশের বিশ্বকাপ ব্যাটিং প্রস্তুতি। ২০ ওভারে ৩ উইকেটে ১৭৯ রানের কঠিন চ্যালেঞ্জ তারা ছুড়ে দেয় আইরিশদের সামনে।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ইনিংস : ১৭৯/৩ (২০ ওভার) সাকিব ৫৮ অপ:, মুশফিক ৫৯ অপ:, তামিম ৩২; স্টারলিং ১/১৮।
আয়ারল্যান্ড ইনিংস : ১৩৫/৮ (২০ ওভার) পোর্টারফিল্ড ৪৪, থম্পসন ৩৫; মাশরাফি ২/২৮, সাকিব ২/১৩।
ফল : বাংলাদেশ ৪৪ রানে জয়ী

Facebook Comments Box
advertisement

Posted ১১:০১ | শুক্রবার, ১৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com