বকুল খান, স্পেন থেকে : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস মিনিস্টার ও হেড অব চেন্সেরি এম হারুণ আল রাশিদ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার । উম্মুক্ত আলোচনায় অংশ নেন,স্পেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন,মাদ্রিদ বাংলা প্রেস ক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম,সহ সভাপতি ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক বকুল খান ,আওয়ামীলীগ নেতা ফয়জুর রহমান, সাংবাদিক তারেক হুসেন প্রমুখ। আলোচনা শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন,নাভিদ শফিউল্লাহ।এসময় দুতাবসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্তিত ছিলেন।
রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গীবাদ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার শক্ত হাতে জঙ্গীবাদ প্রতিহত করছে। জঙ্গীবাদ প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে। স্বাধীনতা দিবসের আলোচনায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে আগামীর প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, আপনারা প্রত্যেকেই বাংলাদেশের এক একজন রাষ্ট্রদূত।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানীদের সেই নারকীয় বর্বরতা গণহত্যা ইতিহাসে এক ভয়াবহতম ঘটনা।ওই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের ট্র্যাজেডি ধারন করে ২৫ মারছকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান সংগত।আমরা বিশ্ববাসীর কাছে এই স্বীকৃতি চাই। অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন পরে কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ্রর পরিবেশনায় উপস্তিত সবাই কোরাস কণ্ঠে জাতীয় সংগীত এ অংশ নেন।