| বুধবার, ০২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
স্পেন প্রতিনিধি ঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। নগ্ন রাজনৈতিক দলীয়করনের প্রভাবে নতুন প্রজন্ম আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানীর বীরত্ব গাঁথা ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না- স্পেনের গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন এর উদ্দ্যোগে গতকাল স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তরা এ কথাগুলো বলেন।
গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম পংকি’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন পংকি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি গ্রেটার সিলেট এসোসিয়েশনের উপদেষ্টা আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, যুগ্ম সম্পাদক রমিজ উদ্দিন, সাংবাদিক সেলিম আলম, সংগঠক দবিরুল আহমেদ তালুকদার ও ছাত্রনেতা হুমায়ুন কবীর রিগ্যান প্রমুখ।
Posted ১৪:০৭ | বুধবার, ০২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin