| রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
মাদ্রিদ, ১৬ মার্চ : দলমত নির্বিশেষে কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দকে নিয়ে পালিত হলো বাংলা কাগজের দশম জন্মোৎসব। এ উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে ও পর্যটন নগরী বার্সেলোনায় ভিন্ন দুটি অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মোৎসব পালন করা হয়।
মাদ্রিদের লাভাপিয়াসের একটি হলে বাংলা কাগজ পাঠক ফোরাম মাদ্রিদের উদ্যোগে জন্মোৎসবে বাংলা কাগজের স্পেন উপদেষ্ঠা খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও চ্যানাল নাইন ইউকের মাদ্রিদ প্রতিনিধি সেলিম আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতিও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাইউম পংকি,ফরিদপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরিফজ্জামান মনির,বিক্রমপুর সমিতির সহসভাপতি সেলিম মিয়া,ব্রাম্মনরাড়ী সমিতির সাধারন সম্পাদক ফখরুল হাসান,স্পেন যুবদলের সভাপতি,রমিজ উদ্দিন,স্পেন স্বেচ্ছাসবক দলের সাধারন সম্পাদক লুৎফুর রহমান,স্পেন ছাত্রদলের সিনিওর যুগ্ম আহবায়ক আবু জাফর রাসেল,চাদপুর সমিতির সহসভাপতি আরিফ সরকার,হুমায়ন কবির র্যাগান,আবু তালেব বাবুল,তৌহিদুল ইসলাম,সানুর মিয়া,রিপন আহমেদ,চট্রগ্রাম সমিতির সহসভাপতি রিপন আহমদ,স্পেন যুবদলের সাধারন সম্পাদক আওয়াল খান,লেখক নিজাম মুন্সি,আমারদেশ পত্রিকার স্পেন প্রতিনিধি বকুল খান প্রমুখ ।
এদিকে বার্সেলোনায়ও অনাড়ম্ভরভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলা কাগজের জন্মোৎসব। জন্মোৎসব উপলক্ষে স্থানীয় বিএনপি,আওয়ামিলীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এক মঞ্চে সমবেত হয়ে জন্মদিনের কেক কাটেন। বাংলা কাগজ স্পেন ব্যুরো অফিসের উদ্যোগে বার্সেলোনার একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এই জন্মোৎসবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কেক ও ফুলের তোড়া নিয়ে এসে বাংলা কাগজের জন্মদিনকে স্বাগত জানানো হয়।
বাংলা কাগজের স্পেন উপদেষ্ঠা ও বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি সুরুজ্জামান জামানের সভাপতিত্বে ও বাংলা কাগজের স্পেন ব্যুরো প্রধান আফাজ জনির পরিচালনায় সাংবাদিক লোকমান হোসেনসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা ও কমিউনিটি নেতা মোক্তার আহমেদ,কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন,গ্রেটার সিলেট এসোসিয়েশন শান্তাকলমার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,শাহাজালাল জামে মসজিদের সাধারন সম্পাদক হাজী মফিজুল ইসলাম,কাতালোনিয়া মহিলা সমিতির সভাপতি মিসেস মঞ্জু আহমেদ,সংগঠনের সদস্য লিজা,রিতা ,সঙ্গীতাঙ্গনের কন্ঠ শিল্পী জিনাত শফিক,কাতালোনীয়া আওয়ামীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমু,কাতালোনিয়া যুবলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান বিজয়,যুগ্ম সাধারন সম্পাদক মহিবুল ইসলাম কয়েশ খান,শরিয়তপুর কোলতোরাল এসোসিয়েশনও সর্ব ইউরোপিয়ান এসোসিয়েশনের সহ সভাপতি হাজী সুলতান আহমেদ,কাতালোনিয়া আওয়ামীলীগের একাংশের সভাপতি নুরেজ্জামান খোকন, শরিয়তপুর এসোসিয়েশনের সিনিওর সহসভাপতি মোঃ জাকির হোসেন,কাতালোনিয়া বিএনপির সভাপতি নুরুল ইসলাম,কাতালোনিয়া বিএনপির সাধারন সম্পাদক এম,আব্দুর সাত্তার আজাদ সাত্তার,কাতালোনিয়া যুবদলের সভাপতি শফিক খান,জিয়াপরিষদের সভাপতি এমদাদুল হক লাভলু, ইকবাল,এমদাদ,আল মামুন,আনিসুর রহমান,আশ্রাফ,আক্তার হোসেন,মাদারীপুর এসোসিয়েশনের হানিফ,হারুন,আক্কাস মিয়া,গুলজার হোসেন,বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সোহেল,যুবলীগের প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান মনির,আব্দুস শহিদ,আজিম,ডেনমার্ক থেকে আগত লাভলু,কমিউনিটি নেতা কামরুল ইসলাম,ইলিয়াস মিয়া,কাতালোনিয়া বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক লিটন,মাদ্রিদের মোঃ রিজভী আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
Posted ১১:২৪ | রবিবার, ১৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin