| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
স্পেন প্রতিনিধি : বিএনপি‘র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্পেন বি এন পি। গত ২৩ জানুয়ারি মাদ্রিদে বাংলা টাউন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্বৈরাচারী দুঃশাসন যখন চরম আকার ধারণ করেছিলো। জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক তখনই জিয়াউর রহমান নেতৃত্বভার গ্রহণ করেন। ক্ষমতায় এসেই মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। নিশ্চিত করেন মানুষের বাক স্বাধীনতা। , ।
স্পেন বিএনপি‘র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজ উদ্দিন লুৎফুর ও সদস্য সুহেল ভূঁইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন জিয়াউর রহমানের জীবনী উল্লেখ করে বলেন শেখ মুজিব কখনও বাংলাদেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিল পূর্ব পাকিস্তান থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই চট্রগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। তাঁর ঘোষণায় বাংলাদেশের সাত কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমান শুধু যুদ্ধ ঘোষণা দিয়ে থেমে থাকেননি। নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন,।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান বিপ্লব, কাজি কাসেম, নাজমুল ইসলাম নাজু, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আনোয়ারুল আজিম,আসলাম, সাহাব উদ্দিন, কাজি জসিম, মুরাদ, আসলাম, পারভেজ,রঞ্জু, পলাশ, রানা, কাজী আলমগীর, আনোয়ার, মজিবুর, রুবেল, রিপন মিয়া, জাহাঙ্গীর, সাজু, লিটন, রাসেল, লিমন, দেলোয়ার প্রমূখ।বক্তারা আর ও বলেন, আজ আবার দু:শাসনের কবলে দেশ।
দেশে আহ গণতন্ত্র নেই। তাই এই মহান রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকীতে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা; গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ফিরিয়ে আনতে এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এসময় প্রবাসীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।’
Posted ১২:৩১ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin