স্পেন প্রতিনিধি : গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেইন,মাদ্রিদ এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত কাল ১০ মার্চ কমিশন প্রধান আল মামুন বাংলা সেন্টার হল্রুমে বিপুল সংখক নেত্রীবৃন্দের উপস্তিতিতে ২০১৭-২০১৮সালের নতুন কমিটির সভাপতি হিসেবে লুতফুর রহমান ও সাধারন সম্পাদক হিসেবে ইসলাম উদ্দিন পংকি নাম বিজয়ী হিসেবে ঘোষণা দেন। এসময় কমিশনার দের মধ্যে বক্তব্য রাখেন,কাম্রুজ্জামান সুন্দর,মুজাক্কির আহমেদ ,সিপার আহমেদ।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন শ্যামল দাস তালুকদার,সহ সভাপতি খায়রুজ্জামান জামান,,ছাদ মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন ছানুর মিয়া ছাদ , ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিলাদ আহমেদ । তবে সুন্দর পরিবেশে ,কোন ধরনের অপ্রীতিকর গঠনা ছাড়াই একটি নতুন কমিটি আসায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কমিশনারবৃন্দ।
Like this:
Like Loading...
Related