| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
মাদ্রিদ, স্পেন : ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ স্পেন শাখা কর্তৃক মাদ্রিদের বাংলা টাউন রেষ্টুরেন্টের হল রুমে গত ৬ মার্চ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।
সভায় বতব্য রাখেন, আকাশ ফাহমিদ, শরিফ আহমেদ, আরাফাত আলামীন প্রমুখ্।সভায় বক্তারা ইলিয়াছ আলীকে আওয়ামীলীগ সরকারের আতঙ্ক আখ্যায়িত করে আরো বলেন, এম ইলিয়াছ আলী থাকলে সরকার পতন অবশ্যম্ভাবী ভেবেই তাকে গুম করা হয়েছে। অবিলম্বে এ নেতাকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি বক্তারা আহ্বান জানান । নতুবা দেশ ও বিদেশে জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।
Posted ০৩:২৭ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin