বকুল খান, স্পেন থেকে : স্পেনেস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর কার্যনির্বাহী পরিষদ।গত ১ জানুয়ারি সস্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে এই প্রথম বারের মতো হয়ে গেল প্রবাসী বাংলাদেশীদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠনের যৌথ সভা।এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির এতে সভাপতিত্ব করেন। মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সাধারন সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর ও যুগ্ম সম্পাদক রিজভি আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ খন্দকার দৃঢ়তার সাথে বলেন,দূতাবাসকে প্রবাসিদের কাছে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব ।
তিনি বলেন,আমাদের লক্ষ্য এক ও অভিন্ন।দূতাবাস প্রসঙ্গে বলেন,আরও সহজতর ভাবে সেবা প্রদান,অনিয়ম নির্মূল সহ অবকাঠামোগত দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন গঠছে।সর্বোপরি বলতে চাই আপনাদের সহযুগিতা পেলে দূতাবাস আপনাদের পাশে থাকবে সবসময়। বর্তমান সময়ের আলোচিত ঘটনা প্রবাসি শামিম শিকদার প্রসংগে বলেন,যদি তিনি নিরাপরাধ হন,তাহলে অবশ্যই আইনি সব ধরনের সহযুগিতা পাবেন,এবং দূতাবাস তার পাশে থাকবে।আগামি প্রজম্ম কে দেশপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি প্রবাসীদের খেলাধুলা দুতাবাসের সকল সহযুগিতা থাকবে।
স্পেনে একটি শহিদ মিনার স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।আর বাংলা ভাষা প্রবাসে শিশু কিশোর দের মাঝে ছড়িয়ে দিতে ,পাঠ্য পুস্তক সরবরাহ সবার কাছে উম্মুক্ত। রাষ্ট্রদূত প্রবাসীদের কাছে আহবান জানিয়ে বলেন, এ দেশের প্রচলিত আইন মেনে সচেতন ভাবে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল রাখুন।এতে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। এ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন,কমার্শিয়াল কাউন্সিলের নাভিদ শফিউল্লাহ, ফাস্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরিফুল ইসলাম।এসোসিয়েশন নেতা এস আশফাকুল হক,সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম,আবুল খায়ের, আব্দুল কাইউম মাসুক,এস মাসুদুর রহমান নাসিম, আবুল কাশেম মুকুল,আইনজীবী তারিক হুসেন,হেমায়েত খান, মুরাদ হুসেন, ফক্রুল ফাসান ,আবু বক্কর,সাংবাদিক বকুল খান,আবুল হাশেম,ইসলাম উদ্দিন পঙ্কি,সুহেলি শারমিন,শপন কুমার সাহা প্রমুখ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,পলাশ টি ভির চেয়ারম্যান শাকুর খান,সাংবাদিক সাহাদুল সুহেদ,দবির তালুকদার,আব্দুল জলিল খান,তারেক হুসেন,সাইফুল আমিন।
পরে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
Like this:
Like Loading...
Related