বুধবার ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্পিনারদের দাপটে বাংলাদেশের জয়

  |   শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

স্পিনারদের দাপটে বাংলাদেশের জয়

বাংলাদেশের দেয়া ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। টাইগারদের স্পিনের সামনে দাঁড়াতেই পারলো না ওয়েস্ট ইন্ডিজ। ফলে চট্টগ্রাম টেস্টে ৬৪ রানের বিশাল জয় পেলো স্বাগতিক বাংলাদেশ।

চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে নাস্তানাবুদ হয় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের কাছে টাইগাররা কোনো রকম পাত্তাই পায়নি।যার ফলে দুটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। চার মাস পর ঘরের মাঠে সেই হারের বদলা নিল সাকিব বাহিনী।

শনিবার(২৪ নভেম্বর) চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে স্বাগতিকদের এটি প্রথম জয়।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। টাইগারদের পক্ষে ৬ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সুনীল আমব্রিস।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। সাকিব-তাইজুলের ঘূর্ণিতে মাত্র ১১ রানের মাথায় চার উইকেট হারায় সফরকারীরা।

ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন টাইগারদের অধিনায়ক সাকিব। তৃতীয় ওভারের করা ৪ নম্বর বলে কাইরন পাওয়েলকে (০) রানে ফেরান তিনি। আর এই উইকেটের মাধ্যমে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেট নেয়ার কীর্তি গড়েন বাঁহাতি এই বিশ্বঅলরাউন্ডার।

পাওয়েলের পর শাই হোপকেও ফেরান সাকিব। দারুণ ডেলিভারিতে মাত্র ৩ রানে হোপকে সাজঘরে পাঠান তিনি। এরপর শুরু হয় তাউজুলের ঘূর্ণি ঝড়। এক ওভারে পরপর দুই ব্যাটসম্যানকে ফেরান তিনি। নিজের প্রথম ওভারের প্রথম ডেলিভারিতেই ওপেনার ব্রাথওয়েট (৮) এবং পঞ্চম ডেলিভারিতে রোস্টন চেজকে (০) রানে প্যাভিলিয়নের পথ দেখান তাইজুল।

৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে লাঞ্চের পর আরো চেপে ধরেন বাংলাদেশি স্পিনাররা। প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা শিমরন হেটমায়ারকে ফেরান মেহেদী হাসান মিরাজ। আউট হবার আগে ১৯ বলে ৩ চার এবং ১ ছক্কায় ২৭ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এরপর প্রতিরোধ গড়ে তোলা শেন ডওরিচকে (৫) নিজের তৃতীয় শিকার করেণ তাইজুল। একটু পরেই তুলে নেন দেবেন্দ্র বিশুকেও (২)। এর পরের ওভারে কেমার রোচকে এলবির ফাঁদে ফেলে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। এ নিয়ে টানা তিন টেস্টে অন্তত এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

টাইগার বোলারদের মধ্যে ১১.২ ওভার বোলিং করে ২ মেইডেন দিয়ে ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তাইজুল। অন্যদিকে ৭ ওভার বল করে ৩০ রান দিয়ে ২ টি উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান। ২৮রানের খরচায় মিরাজের ঝুলিতে উঠে ২ উইকেট।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দেবেন্দ্র বিশুর বোলিংয়ে ১২৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান।

বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে শেষ সেশনে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল সাকিব বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ১২৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ১৮, মাহমুদউল্লাহ ৩১, নাঈম ৫, তাইজুল ১, মোস্তাফিজ ২; , ওয়ারিক্যান ১৬/২, চেজ ১৮/৩, বিশু ২৬/৪)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৩৫ অলআউট (ব্র্যাথওয়েট ৮, কাইরন পাওয়েল ০,শাই হোপ ৩, আমব্রিস ৪৩, চেজ ০, হেটমায়ার ২৭, ডাওরিচ ৫, বিশু ২ , রোচ ১, ওয়ারিক্যান ৪১ , গ্যাব্রিয়েল ০*; মিরাজ ২৭/২, তাইজুল ৩৩/৬ , সাকিব ৩০/২ , নাঈম )।

প্লেয়ার অব দ্যা ম্যাচ মুমিনুল হক

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১০ | শনিবার, ২৪ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com