আবু তাহির,প্যারিসঃ গত রবিিবার ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত ৩য় বৃহত্তম শহর স্ট্রাসবুর্গ বাংলাদেশ কালাচারাল এসোসিয়েশনের উদ্যোগে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে স্ট্রার্সবুর্গের এক হলে প্রবাসীদের এক মিলনমেলায় রুপান্তর হয়।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি আমিনুর রহমান,প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন তুলুজ বাংলাদেশী এসোসিয়েশন এর সভাপতি ফকরুল আকম সেলিম,স্ট্রাসবুর্গ কালাচারাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক হাবীবুল্লাহ খান স্বাধীন,ইন্ডিয়ান এসোসিয়েশন এর সভাপতি গোপ্তা সহ অনেকে।
অনুষ্টান এর সভাপতিত্ব করেন স্ট্রাসবুর্গ বাংলাদেশ কালাচারাল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেইন ভূইয়া (জাঁনু)।ও অনুষ্টান পরিচালনা করেন সহ সভাপতি চাক সৌরভ পিন্টু।প্যারিসের জনপ্রিয় শিল্পী শিউলি,দীপক,ভিকি,প্রগ্গা ও স্হানীয় শিল্পীদের মনমাতানো গানে সাংস্কৃতীক সন্ধা ছিল দর্শক মুখর।নানা রকমের পিঠা আর দেশীয় পন্যের স্টল ছিল বিশেষ লক্ষনীয়।অনুষ্টানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেইন ভূইয়া (জাঁনু)একে একে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেন।সংগঠনের সদস্যরা যথাক্রমে সভাপতি- জাকির হোসেন ভূঁইয়া জানু,সাধারণ সম্পাধক- হাবিবুল্লাহ খান(স্বাধীন),কোষাধ্যক্ষ- জে এম নাজমুল হক(জামিল)।সহ-সভাপতি ত্রিপুরা সুজয়(নাসির),সহ-সভাপতি-চাক সৌরভ (পিন্টো)
সাংগঠনিক সম্পাদক-এমাম হোসেন খান(রিমেল)প্রচার সম্পাদক-আব্দুর রহমান(ফিরোজ),দপ্তর সম্পাদক-মাহবুবুর রহমান (টিপু),ধর্ম বিষয়ক সম্পাধক রেদোয়ান শিবলী,সমাজ কল্যাণ সম্পাদক-দেলোয়ার খান,প্রকাশনা সম্পাদক সঞ্জয় কুমার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাধক মোহাম্মদ গোলাম মোস্তফা ছোটন।কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ হলেন- মোহাম্মদ কামরুজ্জামান খান, আব্দুল আজিজ খান, শফিউল্লাহ ভুইয়া, এ এ এম.আজাদ।
Like this:
Like Loading...
Related