| শনিবার, ২৬ মে ২০১৮ | প্রিন্ট
সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরে ক্রাউন প্রিন্স ও ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ ও আল আরাবিয়া। এসময় তাদের বৈঠকেরও ছবিও প্রকাশ করা হয়।
ক্রাউন প্রিন্স ও ফিফা চেয়ারম্যানের সাক্ষাতের সময় সৌদি জেনারেল ক্রীড়া সংস্থা ও ফিফার মাঝে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এসময় তাদের সঙ্গে সৌদি জেনারেল ক্রীড়া সংস্থার চেয়ারম্যান তুর্কি আল শেখও উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৪ | শনিবার, ২৬ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain