নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
সম্প্রতি পর্যটন খাতকে খুবই গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তাই দেশটিতে ভ্রমণকারীদের সঙ্গ দেওয়ার জন্য নারী এআই-এর ব্যবস্থা করেছে সৌদির পর্যটন কর্তৃপক্ষ।
সৌদির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা অ্যাপের বেটা ভার্সন উন্মোচন করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাতে লন্ডনে ওয়াল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল নারী গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারে।
সারা নামের এ অ্যাপটি ওয়াল্ড ট্রাভেল মার্কেটে সৌদি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বুধবার শেষ হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সঙ্গে এটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ফলে সৌদির পর্যটন খাতে আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়ে অ্যাপটি যে বিস্তৃত তথ্য সরবরাহ করেছে তাতে তারা মুগ্ধ হয়েছেন।
কর্মকর্তারা আরও জানান, অ্যাপটিতে স্মার্ট ট্যুরিজমের প্রতি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এআই-এর সাম্প্রতিক উন্নয়নগুলোকে এতে কাজে লাগানো হয়েছে। ফলে এটি প্রশ্নের উত্তর দিতে পারে, দর্শনার্থীদের চাহিদা বুঝতে পারে। এ ছাড়া প্রাকৃতিক এবং নির্বিঘ্ন কথোপকথনশৈলীতে তথ্য ও পরামর্শ দেওয়ার সক্ষমতা রয়েছে। সূত্র: আরব নিউজ
Posted ০৬:৪০ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain