| মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
ছবিতে তিনি নরেন্দ্র মোদী তো বটেই। কিন্তু রিয়েল নন, রিলের চরিত্র। ওমঙ্গ কুমার মোদীর বায়োপিক তৈরি করছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। ।
সোশ্যাল মিডিয়ায় এই লুকের ছবি শেয়ার করেছেন বিবেক স্বয়ং। তিনি লিখেছেন, এই অসাধারণ জার্নির জন্য আপনাদের প্রার্থনা, আশীর্বাদ কামনা করছি। এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে মত বলি মহলের। সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক। এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাত, হিমাচল এবং দিল্লিতে।
মোট ২৭টি ভাষায় মুক্তি পেয়েছে এই পোস্টার।ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা। সামনে বসে রয়েছেন গেরুয়া গলাবন্ধ পাঞ্জাবি, রিমলেস চশমা, সাদা দাড়ির ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Posted ১৩:২০ | মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain