| বুধবার, ০১ আগস্ট ২০১৮ | প্রিন্ট
ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় তিন দিনব্যাপী দিল্লি সফরে পৌঁছিয়েছেন। ২০১৯ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তুলে ধরার জন্য এ সফরটিতে আজ বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতির সাথে একান্ত বৈঠক করবেন তিনি। আজ দুপুরে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে।
একইসাথে আগামী বছর ১৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিতব্য তৃণমূলের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্যও সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা। এছাড়াও আরজেডি নেতা তেজস্বি যাদব এবং বিরোধীদলীয় অন্যান্য নেতাদের সাথে সাক্ষাত করবেন এবং সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ করবেন তিনি। দুপুরে সংসদ ভবনে তৃণমূলের কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তখনও বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে তাঁর কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মমতার সঙ্গে দেখা করতে আসবেন। এর আগে মঙ্গলবার এনসিপি প্রধান শরদ পাওয়ার ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গেও বৈঠক করেছেন তিনি । বিজেপির হাত থেকে দেশ রক্ষাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকবে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভি
Posted ১৩:২১ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain