| মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। এর আগে, রক্তে ইনফেকশন জনিত কারণে যুক্তরাষ্ট্রের হিউস্টন হাসপাতালে রোববার ভর্তি হন তিনি। সোমবার বুশ পরিবারের মুখপাত্র ম্যাক গ্রেথ জানান, বুশের স্ত্রী ফার্স্টলেডি বারবারা বুশের শবযাত্রার একদিন পরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
ম্যাক গ্রেথ এক বিবৃতিতে বলেন, গত শনিবার হুইল চেয়ারে বারবারা বুশের শবযাত্রায় উপস্থিত হয়েছিলেন জর্জ বুশ। সাবেক মার্কিন এই ফাস্ট লেডি গত সপ্তাহের মঙ্গলবার মারা যান। তাদের দাম্পত্য জীবনের বয়স ছিল প্রায় ৭৩ বছর। তাছাড়া, একবছর আগে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে হিউস্টন হাসপাতালে ভর্তি হয়েছিলেন জর্জ বুশ। জর্জ বুশের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন গ্রেথ।
জর্জ বুশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ জীবিত সাবেক প্রেসিডেন্ট যিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর জর্জ বুশের ছেলে ডব্লিউ বুশ ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত দুইবার ক্ষমতায় ছিলেন। রয়টার্স
Posted ১৪:২০ | মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain