| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা রেল স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেনের নিচ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
ট্রেনটি সোমবার সকাল থেকেই আটকে রেখেছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের প্রতিবাদে তারা এ অবরোধ করেন। গতকাল রোববারও বামনডাঙ্গার শাহবাগ এলাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ করা হয়। উপজেলা আওয়ামী লীগের ডাকে সুন্দরগঞ্জে গতকাল হরতাল পালিত হয়। এদিকে আজ বিকালে এমপি লিটনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাশ হেলিকপ্টারে করে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছে।
Posted ০৮:১৬ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain