| রবিবার, ০২ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
আবু তাহির, স্টকহোম, সুইডেন থেকে : দীর্ঘ প্রতীক্ষার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের রানী সুইডেনের স্টকহোমে সুইডেন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার স্টকহোমের এক অভিজাত হলরুমে সকল স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সুইডেন আওয়ামীলীগের সভাপতি মনজুরুল হাসান, ও সাধারণ সম্পাদক লাভলু মনোয়ারকে নির্বাচিত করেন সুইডেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দীর্ঘ দিন পর অত্যন্ত প্রাণবন্ত ভাবে অনুষ্ঠিত হয় সুইডেন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন।বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের মুর্হ মুর্হ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সম্মেলন স্থল।এসময় হলরুমে বিরাজ করে আনন্দের পরিবেশ। সুইডেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন সম্মেলনে।জাতীয় সংগীত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতার মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম পর্ব। অতিথিদের কে ক্রেস্ট উপহার দেন সুইডেন আওয়ামীলীগের নেতারা।
সুইডেন আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযুদ্ধা খেতু মিয়া,র সভাপতিত্বে ও ড. বিপ্লব শাহনেওয়াজ এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্দা আব্দুস সাত্তার এসময় সম্মেলনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর বাণী পাঠ করেন সম্মেলনের প্রধান অতিথি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ গনি।
এসময় সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন পার্লামেন্ট এর মিলিও পার্টি,র সংসদ সদস্য টিম নিলসেন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক , নেদারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন , নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার , জার্মান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ , নেদারল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ খান , ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ,গ্রীস আওয়ামী লীগ সদস্য সচিব মিজানুর রহমান,স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, সুইজারল্যান্ড আওয়ামীলীগ নেতা শ্যামল খান,সুইডেন ছাত্রলীগ এর সভাপতি পলাশ দাশ , সুইডেন যুবলীগ এর সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ, সুইডেন এর নাজমুল খান সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।
বিগত আহবায়ক কমিটির সদস্য সচিব লাভলু মনোয়ার সাংগঠনিক রিপোর্ট পেশ করার পর সম্মেলনের ২য় পর্বে নির্বাচন পরিচালনা পরিষদ এর আখতারুজ্জামান , গুলজার মিয়া ও খলিলুর রহমান সুইডেন আওয়ামী লীগ এর নেতৃত্ব নির্ধারণে সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম প্রস্তাব আহবান করলে সভাপতি পদে মঞ্জুরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে লাভলু মনোয়ার এর নাম ছাড়া অন্য কোন নাম প্রস্তাব না হলে নির্বাচন কমিশন দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ,মাসুদ খান ,আরেফ মাহবুব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কাজী মিরাজ , সফিকুল আলম লিটন , শাহীন খান, হেদায়েতুল ইসলাম শেলী , রিফুজ আহমেদ বেলজিয়াম আওয়ামী লীগ সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতার হোসেন , নরওয়ে আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান , আহমেদ রুবায়েত শরীফ , ফিনল্যান্ড আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন , স্পেন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, দুলাল সাফা প্রমুখ ।
এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি সম্পাদককে। নির্বাচিত হওয়ার পর সুইডেন আওয়ামীলীগের নবনির্বাচিত নেতারা তাদের অনুভূতি প্রকাশ করে ইউরোপ আওয়ামীলীগ এর সকল স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তারা বলেন বাংলাদেশের উন্নয়নে প্রবাস থেকে সরকার কে পূর্ন সহায়তা দিবে প্রবাসী আওয়ামীলীগ নেতা কর্মীরা। এসময় তারা গর্ব করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে প্রসংশিত বাংলাদেশ।
Posted ২১:৫২ | রবিবার, ০২ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin